পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে চতুর্থ ম্যাচে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ১২৯ রান তাড়া করতে নেমে পুরোপুরি ভরাডুবি ঘটে বাংলাদেশের। মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনীর ইনিংস।
যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। সব মিলিয়েই টিম টাইগার্সের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল এটি। এ বছরের শুরুতেই ১০ ওভারে পরিণত হওয়া অকল্যান্ডের টি-টোয়েন্টিতেও ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লক্ষ্যটাও আহামরি কিছু ছিল না। ১২০ বলে সহজ লক্ষ্য ১২৯ রান করতে পারলেই হয়ে যেত ইতিহাস। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও জিততে পারতো মাহমুদউল্লাহ বাহিনী। তবে শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। শুরু থেকেই বেশ অগোছালো খেলে বাংলাদেশ। ফলাফলও ইতিবাচক হয়নি।
তৃতীয় ম্যাচে এসে হারের তিক্ততা পায় টিম টাইগার্স। আরাধ্য জয় নিয়ে ঘুরে দাঁড়ায় সফরকারী নিউজিল্যান্ড দল।