বাংলাদেশকে বোলিংয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনার নিজেদের প্রথম ২ ওভারেই তুলে নেন ২ উইকেট, পরের স্পেলে ঝুলিতে পুরেছেন আরও ২টি।
মাঝে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসানও। এই দুজনের ঘূর্ণিতে পঞ্চাশ ছাড়াতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৫৭ রান।
মেহেদীকে এগিয়ে এসে খেলার কোনো দরকারই ছিল না কিউই অধিনায়ক টম ল্যাথামের। ক্রিজে দাঁড়িয়ে থেকেই রান পাচ্ছিলেন। ধৈর্য হারিয়ে ১১তম ওভারে মেহেদীকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ল্যাথাম। ১ চারে ২৬ বলে ২১ রানে আউট হলেন তিনি।
মেহেদীকে এগিয়ে এসে খেলার কোনো দরকারই ছিল না কিউই অধিনায়ক টম ল্যাথামের। ক্রিজে দাঁড়িয়ে থেকেই রান পাচ্ছিলেন। ধৈর্য হারিয়ে ১১তম ওভারে মেহেদীকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ল্যাথাম। ১ চারে ২৬ বলে ২১ রানে আউট হলেন তিনি।
বলটা একটু ঝুলিয়ে ছেড়েছিলেন নাসুম। বাতাসে বেশিক্ষণ ভেসে থাকায় বলটা বেশ বাঁক নেবে বোঝাই যাচ্ছিল। কিন্তু হেনরি নিকোলস হয়তো কল্পনাও করেননি এতটা বাঁক নেবে! উইথ দ্য স্পিন খেলতে গিয়েও ব্যাটে পাননি! বলটা অফ স্টাম্পের বাইরে পিচ করে আঘাত হাতে লেগ স্টাম্পে!