এবার সেই মাহেন্দ্রক্ষণ। অপেক্ষার পালা শেষ হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে থ্রি লায়নদের বিপক্ষে লড়বে টাইগাররা।২০০৬ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। এরপর একে একে আরও ১১৬টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তবে অবাক করার বিষয় হলো ইংল্যান্ডের বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের।
বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। ইংল্যান্ড র্যাংকিংয়ের শীর্ষ দল। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ চায় ভালো কিছু করতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও হারতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। তাই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি লড়াইটা কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।