প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন জেলা আওয়ামী লীগ ও যুবলীগ। এসব সমাবেশ থেকে সকল রাজনৈতিক হুমকি রাজপথে মোকাবিলা করার ঘোষণাও দেন নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) সকালে রাঙ্গামাটি শহরের পৌরসভা থেকে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকায়ে আক্তার, জেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাওয়াল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহফুজ, সাধারণ সম্পাদক মো. মনছুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া তার নগ্ন বহিঃপ্রকাশ। এ অপতৎপরতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র।’’
বক্তারা আরও বলেন, ‘‘একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদদাতাদের ষড়যন্ত্র ও আস্ফালন শুরু হয়েছে। দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখনি দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্রকারীরা নানান ষড়যন্ত্রে ব্যস্ত। সমাবেশে সকলকে ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানানো হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।’’
এদিকে সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।
শনিবার (৪ জুন) সকাল ১১টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কামাল পারভেজ, নজরুল ইসলাম, সোহেল রানা, ইকবাল হোসেন বাবুলসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।
এদিকে আজ শনিবার সকালে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর উদ্যান থেকে শুরু হয় প্রতিবাদি মিছিল। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের পৌর উদ্যানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেখ হাসিনার প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ভোলায়। সকালে প্রথমে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
এছাড়া একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও বিভাগীয় শহরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠন।